ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পবিপ্রবি’র যুগপূর্তি উদযাপিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১২
পবিপ্রবি’র যুগপূর্তি উদযাপিত

পটুয়াখালী: জাতীয় ও বিশ্ববিদ্যলয়ের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে রোববার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) যুগপূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

উৎসবের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আ.খ.ম মোস্থাফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাভোকেট শাহজাহান মিয়া এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আর রশিদ হাওলাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলোমগীর হোসেন।

২০০০ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।