ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুর বিভাগের সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
রংপুর বিভাগের সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা ফাইল ছবি

নীলফামারী: তীব্র শীত ও কুয়াশার কারণে রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এই বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে বুধবার (২৪ জানুয়ারি) পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতা কমে এলে আবারও যথারীতি পাঠদান চালু করা হবে।

গত ১৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনা দেয়।  

সেখানে জানানো হয়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।