ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুর বিভাগে স্কুল ছুটি ৩১ জানুয়ারি পর্যন্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
রংপুর বিভাগে স্কুল ছুটি ৩১ জানুয়ারি পর্যন্ত

নীলফামারী: চলমান শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পাঠদান আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

 

সব প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, প্রথমে ২৯ ও ৩০ জানুয়ারি ও পরে ৩১ জানুয়ারি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আবহাওয়া পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।