ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।  

শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে উপজেলার দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

এর আগেও বেশ কয়েকবার ওই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে বলে জানান বিদ্যালয় সংশ্লিষ্টরা।  

শনিবার (২ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  

এলাকায় মাদকসেবিদের উৎপাত বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম বলেন, শুক্রবার রাতে চুরির পর বিদ্যালয়ের প্রয়োজনীয় সব ফাইল এলোমেলো করে রেখেছে চোরেরা। যাওয়ার সময় অফিস কক্ষের ছোট-বড় প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেছে। স্কুলের বেল পর্যন্ত নিয়ে গেছে। এর আগেও কয়েক দফায় চুরি করে স্কুল থেকে সরকারি ল্যাপটপ, ফ্যান, সোলারের ব্যাটারিসহ অনেক কিছুই নিয়ে গেছে। এবারসহ মোট পাঁচবার চুরির ঘটনা ঘটেছে এ বিদ্যালয়ে। বারবার চুরির কারণে স্কুলে আর কিছুই নেই।

প্রধান শিক্ষক আরও জানান, বারবার চুরির ঘটনা ঘটছে। কোনো সমাধান পাচ্ছি না। বিষয়টি থানায়ও জানিয়েছি কয়েকবার।  

তিনি বলেন, বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগ হয়নি। নৈশপ্রহরী না থাকার চোর চক্র নিশ্চিন্তে চুরি করে যাচ্ছে।  

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, চুরির ঘটনায় কয়েকবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তবে কোনো লাভ হচ্ছে না। এ নিয়ে যেন কারও মাথা ব্যথা নেই। রাতে এলাকার পাহারায় চৌকিদার থাকলেও চুরি থামছে না। কয়েকদিন আগে আশপাশের কয়েকটি বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, এলাকার মাদকবিক্রেতা ও সেবনকারীদের উৎপাত বেড়ে গেছে। তারা এসব করে বেড়াচ্ছে। আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়েও তারা চুরি করেছে। পুলিশের নজরদারি কম থাকায় অপরাধীরা এলাকায় মাদকসেবন করে ঘুরে বেড়াচ্ছে। আর মাদকের টাকার যোগান দিতে এসব চুরি করছে।  

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, আমরা ওই বিদ্যালয় পরিদর্শন করে চুরির ঘটনাটি দেখে এসেছি।  

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।