ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডিন পদ ফিরে পেলেন ঢাবি অধ্যাপক রহমত উল্লাহ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ৮, ২০২৪
ডিন পদ ফিরে পেলেন ঢাবি অধ্যাপক রহমত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে হাইকোর্টের নির্দেশে ডিন পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।  

ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামানকে সরিয়ে পুনরায় তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

 

মঙ্গলবার (৭ মে) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম না প্রকাশের শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, ২০২২ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সিন্ডিকেটের এক জরুরি সভায় অধ্যাপক রহমত উল্লাহকে সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।  

তবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। ফলে রহমত উল্লাহ সকল একাডেমিক ও প্রশাসনিক কাজে পুনরায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।