ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মাতৃভাষা শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২

ঢাকা: মাতৃভাষা শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। বিশ্বজুড়ে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার উন্নয়ন ঘটাতে হবে।

শিক্ষার জন্য পাঠ্যবই, শিক্ষক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সকল উপকরণ নিজ নিজ মাতৃভাষায় করতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার মরিশাসের রাজধানী পোর্ট লুইসের স্বামী বিবেকানন্দ কনভেনশন সেন্টারে কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের ১৮তম সম্মেলনে ‘শিক্ষার মাধ্যম হিসেবে ভাষা’ শীর্ষক প্ল্যানারি সেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন।

মরিশাসের শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী ড. বসন্ত কুমার বান্বারির সভাপতিত্বে সেশনে অন্যান্যের মধ্যে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা, বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীসহ বিশ্বখ্যাত শিক্ষা বিশেষজ্ঞরা বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “বাংলাদেশ বিশ্বের ছোট-বড় সকল রাষ্ট্রের সকল জাতিসত্ত্বার প্রতি শ্রদ্ধাশীল। সারাবিশ্বের মাতৃভাষার চর্চা, সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে বাংলাদেশ ২০০১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। ২০১০ সালের ১২ অক্টোবর জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অ্যাক্ট পাশ হয়েছে। ইনস্টিটিউটে বিশ্বের ৪০টি দেশের অক্ষর সম্বলিত ভাষা যাদুঘর রয়েছে। বিদেশি ভাষা গ্যালারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার এটিকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে।

মন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উন্নয়নে কমনওয়েলথ দেশসমূহের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সম্মেলনে বিশ্বের কমনওয়েলথভুক্ত ৫৭টি দেশের শিক্ষামন্ত্রী যোগ দিয়েছেন। এবারের সম্মেলনের থিম: “কমনওয়েলথে শিক্ষা: আন্তর্জাতিকভাবে স্বীকৃত লক্ষ্যসমূহ অর্জন ত্বরান্বিতকরণে সেতুবন্ধন। ”

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩১, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।