ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উত্তাল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
উত্তাল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন শিক্ষার্থীরা শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীরা। ছবি: ফাহিম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরির সব গ্রেডে কোটা প্রথা যৌক্তিক পর্যায়ে সংস্কার করার দাবিতে ফের বাংলা-ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান।

শাহবাগে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তবে হামলার ঘটনা ঘটেনি।

পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করছে। আরেকটি অংশ শাহবাগে রয়ে গেছে।

শাহবাগে ব্যারিকেড ভেঙে দিচ্ছেন শিক্ষার্থীরা।  ছবি: শাকিল আহমেদ

শিক্ষার্থীদের যে অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে চলে গেছে, তাদের পেছনে পুলিশ যাচ্ছে।

শিক্ষার্থীরা ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে পুলিশের জলকামান পিছিয়ে দিয়েছে।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের গেটে মেট্রোর নিচে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ বলে দুয়োধ্বনি দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪

আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।