ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

কুমিল্লা: ষষ্ঠ দিনের মতো সরকারি চাকরির সব গ্রেডে ও সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

শিক্ষার্থীরা বিকেল ৩টায় প্রস্তুতি নিয়ে বের হয়। কিন্তু বের হতেই পুলিশি বাধার মুখে পড়েন তারা।

এসময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে আহত হন তিন সাংবাদিকসহ অন্তত ২০ শিক্ষার্থী। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩ ঘণ্টা উত্তেজনাকর পরিস্থিতি থাকার পর বেশ কয়েকটি মিছিল নিয়ে সন্ধ্যা ৬টার আগমুহূর্তে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মহাসড়কে অবস্থান করছে আন্দোলনকারীরা। অন্যান্য দিন তুলনামূলক কম আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিলেও এদিন পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী রাস্তায় নামে। শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়। মহাসড়কে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় আকস্মিক যানজট সৃষ্টি হয়েছে।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র আবু সুফিয়ান বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে।  

আরও পড়ুন>> কুবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।