ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় ৩ কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ‘না দেওয়ার’ ঘোষণার বিবৃতি ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
সাতক্ষীরায় ৩ কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ‘না দেওয়ার’ ঘোষণার বিবৃতি ভাইরাল

সাতক্ষীরা: কোটা সংস্কার আন্দোলনের জেরে আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে সাতক্ষীরার তিনটি কলেজের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেবে না-এমন বিবৃতির কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট কারে সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়নি।

 

শুক্রবার (২ আগস্ট) এমন ঘোষণা সম্বলিত তিনটি পৃথক বিবৃতির কপি ফেসবুকে পাওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার বেলা ১২টার পরে ফেসবুকে কলারোয়া সরকারি কলেজ, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ও দেবহাটার সরকারি কেবিএ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়।

তবে, বিবৃতিতে কারো নাম না থাকায় বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ