ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
রাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ অধ্যাপক ড. সেলিনা আখতার ও অধ্যাপক ড. কাঞ্চন চাকমা

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য  (প্রো-ভিসি) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেছেন।  

রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে এমন তথ্য জানা গেছে।

ভিসির পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, পারিবারিক কারণে অনতিবিলম্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে তিনি অব্যাহতি চান। তবে প্রো- ভাইস চ্যান্সেলর কী কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

এর আগে রোববার সন্ধ্যার মধ্যে ভিসি এবং প্রো-ভিসির পদত্যাগের জন্য সময় বেঁধে দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, ভিসি এবং প্রো-ভিসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বিষয়গুলোকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের এ দুই অভিভাবকের পদত্যাগ দাবি জানিয়ে আসছিলেন।

এর আগে শনিবার (১৭ আগস্ট)  রাবিপ্রবি’র প্রক্টর ড. নিখিল চাকমা এবং সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ করেছিলেন। গত ১৫ আগস্ট ছাত্রী হলের সহকারী প্রাধ্যক্ষ গৌরব চাকমা পদত্যাগ করেছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।