ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ

রাঙামাটি: যৌন হয়রানির বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার অবশেষে পদত্যাগ করেছেন।  

বুধবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজ কার্যালয়ে পদত্যাগ করেন।

এর আগে গত দুদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ৫২ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে প্রতিষ্ঠানটির উড বিভাগের জুনিয়ন ইন্সট্রাক্টর এজাবুর আলম এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন।

অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, সকালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক ( পিআইডব্লিউ) এওয়াইএম জিয়াউদ্দীন আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকে বিএসপিআই থেকে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা বোর্ডে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।