ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নবম শ্রেণিতে আবারও চালু হচ্ছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
নবম শ্রেণিতে আবারও চালু হচ্ছে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ ফাইল ফটো

ঢাকা: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নবম শ্রেণি থেকে পূর্বের ন্যায় আলাদা বিভাগ অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য চালু থাকবে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টাকে উদ্ধৃত করে এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী বছর পাঠ্যপুস্তকের মলাট-সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এ শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।