ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
বন্যার্তদের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলছে

সারাদেশে বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুথ বসিয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে এই কর্মসূচি চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা টিএসসি শুকনো খারাব ও নগদ টাকা সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা টাকাসহ প্রদানকৃত ত্রাণ নথিভুক্ত করছেন। বিভিন্ন পর্যায় থেকে মানুষ চিড়া, বিস্কুট, স্যালাইন, মুরিসহ শকনো খাবার প্রদান করেছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইনেও ত্রাণ উত্তোলনের কাজ করছেন। বন্যার্তদের সহায়তায় তারা উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা,আগস্ট ২২,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।