ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
ঢাবির ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহম্মদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স বিভাগের ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস অনুষদে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির চারুকলা অনুষদে মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।