ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগের আহ্বান রাবি প্রশাসনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগের আহ্বান রাবি প্রশাসনের

রাজশাহী: ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে যেকোনো তথ্য বা অভিযোগ জানানোর জন্য আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব হলের প্রাধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর এজন্য অবশ্যই অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে। প্রাধ্যক্ষ পরিষদ এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।

আর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে প্রাধ্যক্ষ পরিষদ পরবর্তী পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।