ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪ দফা দাবিতে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
৪ দফা দাবিতে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা

রাজশাহী: সেশনজট নিরসনসহ ৪ দফা দাবিতে বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিভাগে তালা ঝুলিয়ে দেন তারা।

পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে ৪ দফা নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, আমরা আজকের মধ্যেই পরীক্ষার তারিখ চাই। আর কোনো সময় দিতে রাজি না। আর পূজার ছুটির আগেই পরীক্ষা শেষ হওয়া চাই। আমাদের নেক্সট সেমিস্টারগুলো ৪ মাসে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী ২-১ দিনের মধ্যে রুটিন তৈরি করতে হবে।

মাস্টার্সের শিক্ষার্থী শেখ ফাহিম আহমেদ বলেন, আমরা চাই না ছোট ভাই-বোনেরা আর আমাদের মতো সেশন জোটের মতো মানসিক যন্ত্রণায় থাকুক। কতটা ধীরগতি হলে একটা সেমিস্টার শেষ করতে ১২ মাস লেগে যায়। আমরা ৪ দফা দাবিতে আজ এখানে দাঁড়িয়েছি।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ৪ মাসে সেমিস্টার শেষ করতে হবে, পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ দিতে হবে, বিভাগের অধ্যাপক মোশতাক আহমেদের অপসারণ করতে হবে, এক বছরে যেন তিন সেমিস্টার শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।