ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

১১ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
১১ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান ফাইল ফটো

ঢাকা: টানা ১১ দিনের ছুটি শেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার (২০ অক্টোবর) খুলে দেওয়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা, মুসলিম সম্প্রদায়ের ফাতেহা-ই-ইয়াজদাহম এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল, কলেজ ও মাদরাসায় এই ছুটি ছিল।

শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে এ ছুটি শুরু হয়। তবে শেষের সাপ্তাহিক দুদিন ছুটি মিলে টানা ১১ দিন ছুটি ছিল।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।