ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবি: রোল লিখে সার্চ করলেই জানা যাবে ভর্তি পরীক্ষার আসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বাকৃবি: রোল লিখে সার্চ করলেই জানা যাবে ভর্তি পরীক্ষার আসন

ময়মনসিংহ: সফটওয়্যারে শুধু রোল লিখে সার্চ করে আসন খুঁজে পাবেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রের পরীক্ষার্থীরা।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে এ পদ্ধতিটির উদ্বোধন করা হয়।

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের আসন খুঁজে বের করার সুবিধার্থে সফটওয়্যার পদ্ধতি চালু করেছেন বাকৃবির বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজন শিক্ষার্থী।  

তারা হলেন- তৃতীয় বর্ষের অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের মুহাম্মদ ইশমামুল হক ও প্রথম বর্ষের মো. আসিফুজ্জামান।  

সফটওয়্যারটির মাধ্যমে গুগল ম্যাপে নিজের অবস্থান থেকে পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার পথের নির্দেশনা পাবেন পরীক্ষার্থীরা।

(https://bie.bau.edu.bd/ExamHall) -সফটওয়্যারের লিংকে প্রবেশ করে শুধু রোল লিখে সার্চ দিয়ে বাকৃবি কেন্দ্রের পরীক্ষার কক্ষে পৌঁছাতে যাবতীয় সহায়তা পাবেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্ল্যাহ।  

এছাড়া উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।

এ সময় অনুষদের ডিন ড. মো. জয়নাল আবেদীন বলেন, এটি একটি সময়োপযোগী পদ্ধতি, যা পরীক্ষার্থীদের অনেক উপকৃত করবে। পদ্ধতিটি তৈরির জন্য সবাইকে অভিনন্দন জানাই।

পদ্ধতিটি উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এরকম একটি কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে এমন কাজ আরও করার ইচ্ছা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।