ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

দাবি আদায়ে ৭ কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
দাবি আদায়ে ৭ কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা: স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তৈরির দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবারের (২৬ অক্টোবর) মধ্যে দাবি আদায় না হলে তারা ফের আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে তারা এ আল্টিমেটাম দেন।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবারের মধ্যে কোনো সমাধান না হলে সংবাদ সম্মেলন ডেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তারা সাত কলেজে জনসংযোগ করবেন।

দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করে সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বা প্লাটফর্ম তৈরির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে তিনটা নাগাদ তারা সড়ক ছাড়েন। তাদের অবস্থানের কারণে এলাকার এক পাশের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

এর আগে গত ২১ অক্টোবর পাঁচ ঘণ্টা সাইন্সল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। সে সময়ও ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানার আল্টিমেটাম দিয়েছিলেন।

শিক্ষার্থীদের দাবি, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন করা; ৩০ দিনের মধ্যে কমিশন অংশীজনদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দেওয়া এবং সাত কলেজ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরির আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া।

গতকাল মঙ্গলবার রাতেও সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে উপাচার্য চত্বরে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ভিসি চত্বরে আসেন।

তারা শিক্ষার্থীদের একটি স্মারকলিপি জমা দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দাবির পক্ষে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

বুধবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।