ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ১০ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
রুয়েটে ১০ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ১০ দিন ক্লাস না করেন তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

রোববার (২৭ অক্টোবর) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সেখানে রুয়েট কর্তৃপক্ষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

ওরিয়েন্টেশন চলাকালে রুয়েট ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামিম আনোয়ার জানান, সোমবার (২৮ অক্টোবর) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হয়েছে। তাই নিজ দায়িত্বে রুয়েট শিক্ষার্থীদের ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস বা কর্ম দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে উপস্থিত না থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে। গেল বছর থেকে রুয়েট এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। তাই এ ব্যাপারে নতুন শিক্ষার্থীদের সর্বাত্মক সচেতন এবং সচেতন থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রথমেই পুরকৌশল অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন হয়। পরে সকাল ১১টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এছাড়া দুপুর সোয়া ১২টায় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।