ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সাত কলেজের শিক্ষার্থীদের

 ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৫০ পিএম, নভেম্বর ৩, ২০২৪
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত এ শিক্ষার্থীরা দুইদিন ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩ নভেম্বর) সকালে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা মিছিল করেন।

এ সময় তারা একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা সারাবছর এসব করতে পারব না একেকবার একেকটি বিষয়ের জন্য আন্দোলন। আমাদের দেড়লাখ শিক্ষার্থীকে মানুষই মনে করা হয় না।

তিনি বলেন, আমাদের কর্মসূচি চলতে থাকবে। আলোচনা হচ্ছে। আলোচনার দরজাও খোলা থাকবে।

এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চেয়ে গতকাল রাতে ইডেন কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজে মিছিল হয়েছে।

আরও পড়ুন: ৭ কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
জেএইচ

বাংলাদেশ সময়: ৩:৫০ পিএম, নভেম্বর ৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।