ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

পরিবর্তন হচ্ছে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
পরিবর্তন হচ্ছে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে ভর্তি কমিটি। তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২২ ফেব্রুয়ারিতে হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। যে কারণে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য চেষ্টা চলছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর গুচ্ছভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। এ লক্ষ্যে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দু’বেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষার সিদ্ধান্ত হয়। তবে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি একই হওয়ায় শাবিপ্রবির ভর্তি পরীক্ষার সময় পরিবর্তনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এদিকে, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।