ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

শিক্ষা

১৫ বছরে পদার্পণ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
১৫ বছরে পদার্পণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় আনন্দ র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বরিশাল: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।

উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর মো. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় দিবসে বিকেল ৪টায় মুক্তমঞ্চে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

২০১১ সালের এদিনে প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।