ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

শিক্ষা

রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম স্বাক্ষরিত এই ফলাফল প্রকাশ করা হয়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় আসা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিভাগের পছন্দক্রম দিতে পারবেন।

এবার দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা।  

এর আগে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার ২ জন পরীক্ষার্থীকে নিয়ে ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করল রুয়েট। এ বছর ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।  

রুয়েটের ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‌‘ক’ বিভাগে ১ হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘খ’ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫ সিটের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের উপস্থিত হতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।


অনলাইন চয়েস ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা: মেধা তালিকায় (সারণি-১, ২ ও ৩) স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে ৮ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে ১৫ মার্চ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে https://admission.ruet.ac.bd গিয়ে Admission Portal-এ Login করে 'Online Choice Form’র প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দক্রম দিতে হবে।

প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে।

তবে স্থাপত্য (Architecture) বিভাগের জন্য পছন্দক্রম পূরণের কোনো প্রয়োজন নেই। ‘Online Choice Form’ এর প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ১৫ মার্চ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিবর্তন করা যাবে। বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে নির্ধারিত বুথে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে।

ভর্তি হতে যা যা লাগবে: যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাইপূর্বক জমাদানের পর ওই দিনই (১৯ মার্চ) স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পর দিন ২০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ হাজার ৫০০ টাকা রুপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি হতে হবে। প্রার্থীরা ভর্তির দিন ভর্তি কার্যক্রম শেষ করে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লেখিত ব্যাংকে জমা দিতে পারবেন।

ভর্তি হতে শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার মূল সনদপত্র ও গ্রেডশিটের মূল কপি আনতে হবে। এছাড়া সবশেষ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল প্রশংসাপত্রের মূলকপি, সত্যায়িত ছাড়া সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবি, স্বাক্ষর সম্বলিত রুয়েটের লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে। সংরক্ষিত আসনে ভর্তির জন্য স্থানীয় চেয়ারম্যান স্বাক্ষরিত সদনপত্র।

এছাড়া অন্যান্য উপজাতিদের জন্য একই সমমানের সনদপত্র আনতে হবে। আর রুয়েটের প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যhttps://admission.ruet.ac.bd ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।