ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

শিক্ষা

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন, মতামত জানানো যাবে ২৮ মার্চ পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন, মতামত জানানো যাবে ২৮ মার্চ পর্যন্ত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রণীত রোডম্যাপ অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত দিতে পারবেন। আর এ ব্যাপারে মতামত জানানো যাবে আগামী ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এরপর রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। এরপর মনোয়নপত্র বিতরণ শুরু হবে ১৫ মে।

মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ মে পর্যন্ত। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ মে পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। এরপর জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।

এদিকে রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।