ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

শিক্ষা

আর্চারি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে রাবিতেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
আর্চারি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে রাবিতেও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিনিধিদল শনিবার রাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এখন থেকে আর্চারি (তীরন্দাজ) প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন রাবিতে আর্চারি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেছে।

এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করে। এ সময় তারা উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আলোচনাকালে উপাচার্য রাবির খেলাধুলায় আর্চারি (তীরন্দাজি) অন্তর্ভুক্ত করার কথা জানান। প্রতিনিধিদলটি ফেডারেশনের পক্ষ থেকে রাবির ক্রীড়াঙ্গণে এ খেলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আমাদের দেশে আর্চারি বা তীরন্দাজির প্রচলন খুব বেশি না হলেও এটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে বহুল প্রচলিত। তাই দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়েও এটির চর্চা হওয়া প্রয়োজন। আর্চারি ফেডারেশনের সহযোগিতায় রাবিতেও এখন থেকে আর্চারি চালু হলো। শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করলে তারা আর্চারিতেও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, আর্চারি ফেডারেশনের সদস্য প্রফেসর ফরিদুল ইসলাম (রাবি মার্কেটিং বিভাগ), প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, কোচ মার্টিন ফেডরিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফেডারেশনের প্রতিনিধিদলটি রাবির খেলোয়াড়দের জন্য আর্চারি (তীরন্দাজির) ক্রীড়া উপকরণাদি উপাচার্যের কাছে হস্তান্তর করেন। সেখানে তীরন্দাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপাচার্যও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।