পটুয়াখালী: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তাদের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সবকিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয় নিয়ে উপদেষ্টা বলেন, কিভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আশা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আশা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
দুই দিনের সরকারি সফরে শনিবার সকালে পটুয়াখালী আসেন প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এএটি