ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

শিক্ষা

রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য অব্যাহতি রাবি অধ্যাপক মুসতাক আহমেদ। ফাইল ছবি

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি মুসতাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাবি জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে থাকাকালীন বিভাগের আয়-ব্যয়ের নিরীক্ষার বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন এবং তার বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনীত অভিযোগসমূহ খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কতিপয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসব ব্যবস্থার মধ্যে আছে, পরবর্তী পদোন্নতির তারিখ থেকে পাঁচ বছরের জন্য তার পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। তিনি পাঁচ বছর কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। বিভাগের পাওনাদিপত্র ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। আর এই পাঁচ বছর তিনি অন্য কোথাও চাকরি বা খণ্ডকালীন শিক্ষকতা/কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের সক্রিয় চাকরিজীবী হিসেবেও তিনি গণ্য হবেন না।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।