ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিএমএইচএসএএ) উদ্যোগে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি ১৯৯৮ থেকে এসএসসি ২০২৫ পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষিকারা।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, ৯৯ ব্যাচের ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, ৯৮ ব্যাচের মো. আশিকুর রহমান।  

তিনি বলেন, এই ইফতার মাহফিলের উদ্দেশ্য শুধু একত্রিত হওয়া নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জোরদার করা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল ব্যাচের সমন্বয়ে একটি সুসংগঠিত পরিবার গড়ে তোলা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

আয়োজক কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ তার বক্তব্যে বলেন, আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই এই অ্যাসোসিয়েশন আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একসঙ্গে থেকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যালয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. কামরুজ্জামান রাজন, ৯৯ ব্যাচ এবং বশিরা রশিদ, ২০২৫ ব্যাচ। সফল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন সব ব্যাচের শিক্ষার্থীরা।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে নিজেদের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।