ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
চৌদ্দগ্রাম হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার আয়োজন

ঢাকা: চৌদ্দগ্রাম এইচ. জে পাইলট হাই স্কুলের এসএসসি ব্যাচ ২০১৫ এর ১০তম বার্ষিক ইফতার আয়োজন করা হয়েছে।  প্রতিবছরের মতো এইচ. জে পাইলট হাই স্কুলে এবারও এই বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গত ১০ বছর ধরে তারা এই ইফতার প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।  

এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর একে একে উপস্থিত সবাই ইফতার করেন।  

অনুষ্ঠানটি ছিল অনেকটা এক মিলনমেলার মতো, যেখানে সবাই একে অপরকে দীর্ঘ সময় পর দেখে আনন্দিত হয়।  

এসএসসি ২০১৫ ব্যাচের এই উদ্যোগে সামাজিক সম্পর্কের মজবুতকরণের পাশাপাশি একটি ভালো উদাহরণ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যাচের সদস্যরা এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের শিক্ষালব্ধ জীবন, বন্ধুত্ব এবং সামজিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।