ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

শিক্ষা

এক যুগ পর কারমাইকেল কলেজের ক্যান্টিন চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, এপ্রিল ১৪, ২০২৫
এক যুগ পর কারমাইকেল কলেজের ক্যান্টিন চালু কারমাইকেল কলেজের ক্যান্টিন উদ্বোধন করছেন অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।

দীর্ঘ এক যুগ পর চালু হলো রংপুরের কারমাইকেল কলেজের ক্যান্টিন।

রোববার (১৩ এপ্রিল) এই ক্যান্টিনের  উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনকালে অধ্যক্ষ বলেন, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের আধিপত্যের কারণে বন্ধ হয়ে যায় ক্যান্টিনটি। এরপর শিক্ষার্থীরা বিপাকে পড়েন। কিন্তু ছাত্রলীগের বাঁধার কারণে চালু করা যায়নি।

৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টিনটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ক্যান্টিনটি চালু হলো। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। নাম পরিবর্তন করে রাখা হয়েছে  কলেজ ক্যাফেটরিয়া।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।