ঢাকা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) চারুকলার মোটিফ তৈরির স্থানে ফ্যাসিস্টের প্রতিকৃতি ও বরেণ্য ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
যৌথ বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মাত্র দুইদিন আগে চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রা মোটিফে অগ্নিসংযোগ এবং মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা একই সূত্রে গাঁথা। ’
তারা অভিযোগ করেন, ‘পলাতক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। যারা এতদিন ভিন্নমতাবলম্বীদের ‘অগ্নিসন্ত্রাসী’ বলে প্রচার করেছে এবং নিজেদের হিন্দু সম্প্রদায়ের রক্ষক দাবি করত, আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে প্রমাণ করছে তারা কতটা দ্বিমুখী নীতি অনুসরণ করে। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে যখন শান্তি ফিরতে শুরু করেছে, তখনও তার দোসররা নানামুখী চক্রান্ত করে চলেছে। চারুকলায় প্রতিকৃতি পোড়ানো এবং মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সেই ষড়যন্ত্রেরই অংশ। জ্বালাও-পোড়াও রাজনীতি তাদের মজ্জাগত চরিত্র, এদের কাছ থেকে মানবিকতা বা শিল্পের প্রতি সম্মান আশা করা বৃথা। ’
ইউট্যাব নেতারা অবিলম্বে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি চারুকলার বর্ষবরণ শোভাযাত্রার সঙ্গে যুক্ত সব শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআইএস