ঢাকা: সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া এ মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেন্ট কমিটির মতে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন।
শনিবার (১৯ এপ্রিল) মাগুরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে ‘সহকারী শিক্ষকদের দশম গ্রেডের জন্য আন্দোলন’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মন্ত্রণালয় কনসালটেন্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী, সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর পর পদোন্নতির মাধ্যমে সিনিয়র শিক্ষক হিসেবে পাবেন ১১তম গ্রেড, এবং প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছ বদলির চেষ্টা করছি।
শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলাভিত্তিক নিয়োগ পান। তাই তাদের নিজ নিজ উপজেলায় থাকা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
জিসিজি/আরআইএস