ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবেন পলিটেকনিকের শিক্ষার্থীরা ফাইল ফটো

ঢাকা: সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে মতবিনিময় করে যে সিদ্ধান্ত আসছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সবাই ধৈর্য ধারণ করুন। আজ রাতে সমসাময়িক বিষয় নিয়ে সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে মতবিনিময় করে যে সিদ্ধান্ত আসছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।  

ঘোষণা অনুসারে, রাত ৮টায় তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন হবে।

এদিকে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সাথে ছয় দফা বাস্তবায়নের দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ছাত্রদের ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাবে বলে ঘোষণা করেছে।

ছয় দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।