ঢাকা: ছয় দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
রোববার (২৭ এপ্রিল) ঢাকাসহ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এ দিন সরজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। তাদের স্লোগান হলো: ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘নাটকীয় মিটিংয়ের কারণ কি, কারণ কি’, ‘এসি রুমের বৈঠক আর নয় আর নয়’, ‘পলিটেকনিক এক হও, এক হও’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ এবং ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’।
কারিগরি ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা এমন কর্মসূচি পালন করেছি যাতে করে সাধারণ মানুষের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। আজকে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি ক্যাম্পাসের আশপাশের এলাকা ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরবর্তী কর্মসূচি আমাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালন করবে এবং আগের দেওয়া সব নির্দেশনা অব্যাহত থাকবে।
ছয় দফা দাবি আদায়ে কয়েকমাস ধরে আন্দোলন করছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।
১৭ এপ্রিল তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন শুক্রবারও (১৮ এপ্রিল) কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা। ১৯ এপ্রিল পৌনে ১২ টার দিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পরদিন (২০ এপ্রিল) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকার জেলা সমাবেশ করেন তারা।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমএমআই/এসএএইচ