ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বসুন্ধরা এক্সারসাইজ বুক ও মোনালিসার সহযোগিতায় আন্তঃকলেজ ব্যবসা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ৮, ২০২৫
বসুন্ধরা এক্সারসাইজ বুক ও মোনালিসার সহযোগিতায় আন্তঃকলেজ ব্যবসা উৎসব বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যালের মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বসুন্ধরা এক্সারসাইজ বুক ও মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের সহযোগিতায় রাজধানীর হলি ক্রস কলেজে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তঃকলেজ বিজনেস ফেস্টিভ্যাল-২০২৫।

‘টেকসই সাফল্যের বিকাশ, সমৃদ্ধি ও অর্জনে ব্যবসা ও ব্যক্তিদের সক্ষম করে তোলা’ বিষয়ক প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৮ মে) এই উৎসব হয়।

এতে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবসায়িক ধারণা, প্রজেক্ট ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্ব ও উদ্যোক্ত হওয়ার জন্য উৎসাহ দিতে এই উৎসবের আয়োজন করা হয়।  

‘লেখ তোমার ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিশ্রুতিকে সামনে রেখে বসুন্ধরা এক্সারসাইজ বুক শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভবিষ্যতের সম্ভাবনাময় যাত্রায় অনুপ্রেরণা জাগাতেই এই ইভেন্টে যুক্ত হয়। ব্যবসায়িক আইডিয়া থেকে শুরু করে প্রজেক্ট ডেভেলপমেন্ট, টিভিসি তৈরি, পোস্টার ডিজাইনিং ও প্রোডাক্ট প্রমোশন—সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা তাদের মেধা ও চিন্তাশক্তির উজ্জ্বল প্রমাণ রেখেছে।

এছাড়া উৎসবে অংশগ্রহণকারীদের মোনালিসার পক্ষ থেকে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ফ্রি দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মোনালিসা তার ভূমিকাকে আরও বিস্তৃত করেছে এই উৎসবে। হলি ক্রস কলেজ প্রাঙ্গণে ছিল বসুন্ধরা এক্সারসাইজ বুক এবং মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের দুইটি স্টল।

হলি ক্রস কলেজের প্রিন্সিপাল শিখা গোমেজের সভাপতিত্বে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. ওয়ারেছুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. ওয়ারেছুল করিম বলেন, হলিক্রস কলেজ, নটরডেম কলেজ ও ঢাকা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের থেকেও বড় কিছু। আমাদের জীবন-জীবিকার পেছনে শিক্ষাই একমাত্র ইনস্ট্রুমেন্ট। তোমরা (শিক্ষার্থীরা) আজই তোমাদের পরিবারের সঙ্গে বসে ঠিক করবে তোমরা কী হতে চাও।

বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এই ফেস্টিভ্যাল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। এগুলো আপনাদের অনেক এগিয়ে নেবে। যে কাজ করেন ভালোবেসে করতে হবে। অভিজ্ঞতা অনেক বড় বিষয়। সফলতা অর্জন করতে হলে ধৈর্য্য ধরতে হবে এবং আবেগ সামলাতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসা করতে হলে উদ্দেশ্য সৎ থাকতে হবে। তা না হলে ব্যবসা টেকসই হবে না। এই আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শুধু ব্যবসা নয়, বরং উদ্ভাবনী, নেতৃত্ব ও সামাজিক দৃষ্টিভঙ্গিতেও সমৃদ্ধ হয়ে উঠেছে। বসুন্ধরা খাতা ও মোনালিসার অংশগ্রহণে উৎসবটি আরও সুন্দর ও প্রাণবন্ত হয়েছে।

এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।