ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

শিক্ষা

সরকারি পলিটেকনিকে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ২৬, ২০২৫
সরকারি পলিটেকনিকে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা

ঢাকা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।

সোমবার (২৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বুয়েটের সঙ্গে কথা বলেছি। ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে।

খ ম কবিরুল ইসলাম আরও বলেন, গুণগত মানের শিক্ষার্থী ভর্তি করানোর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তবে আপাতত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। কিন্তু সেগুলোর মানলর ওপর জোর দেওয়া হবে বলেও জানান সচিব।

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।