ঢাকা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।
সোমবার (২৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বুয়েটের সঙ্গে কথা বলেছি। ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে।
খ ম কবিরুল ইসলাম আরও বলেন, গুণগত মানের শিক্ষার্থী ভর্তি করানোর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
তবে আপাতত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। কিন্তু সেগুলোর মানলর ওপর জোর দেওয়া হবে বলেও জানান সচিব।
এমআইএইচ/এমজে