ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটদানের সময় শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে সব প্রার্থীর নামের পশে চারকোণা ঘর থাকবে, সেখান থেকে পছন্দের প্রার্থীর নামের পাশে পছন্দের প্রার্থীর বক্সে নির্ধারিত কালো কালির কলম দিয়ে গাঢ় করে ক্রস (×) চিহ্ন দিতে হবে।

এমনভাবে ক্রস চিহ্ন দিতে হবে, যাতে বক্সের কোণাগুলো স্পর্শ করে।

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।