ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচনে ঢাবির চারপাশে কড়া নিরাপত্তার চিত্র

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু নির্বাচনে ঢাবির চারপাশে কড়া নিরাপত্তার চিত্র ডাকসু নির্বাচন ঘিরে ঢাবির চারপাশে কড়া নিরাপত্তার চিত্র/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে ঢাবির চারপাশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস।

দায়িত্ব পালন করছেন এক পুলিশের কর্মকর্তা/ ছবি: শাকিল আহমেদ

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাবির প্রবেশমুখে হাইকোর্ট, শাহবাগ, নীলক্ষেত, পলাশীর মোড়ে এই চিত্র দেখা যায়। সকাল থেকে ঢাবির সব প্রবেশপথের চিত্রগুলো তুলে ধরেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

 

তল্লাশি করে যেতে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের/ছবি: শাকিল আহমেদ

প্রত্যেকটি প্রবেশমুখে আইডি কার্ড চেক করে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে।

 

যেতে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ও ঢাবির শিক্ষকদের গাড়ি/ছবি: শাকিল আহমেদ

 

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন ঢাকা মেডিকেলের রোগীরা।  জরুরি প্রয়োজনে যেতে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ও ঢাবির শিক্ষকদের গাড়ি।  

 

 

নির্বাচনের দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীর সমর্থকরা/ ছবি: শাকিল আহমেদ

নির্বাচনের দিনেও প্রচারণায় ব্যস্ত এক প্রার্থীর সমর্থকরা।

দায়িত্ব পালনে ব্যস্ত রোভার স্কাউটের সদস্যরা/ছবি: শাকিল আহমেদ

ঢাবির কর্তৃপক্ষের পাশাপাশি দায়িত্ব পালন করছেন রোভট স্কাউটের সদস্যরাও।  

বিজিবি সদস্যদের অবস্থান/ছবি: শাকিল আহমেদ

ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার। ঢাবির প্রবেশমুখ পেরিয়ে ক্যাম্পাসের পাশে অবস্থান করছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।