ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

এ বিজয় শিক্ষার্থীদের: ফরহাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, সেপ্টেম্বর ১০, ২০২৫
এ বিজয় শিক্ষার্থীদের: ফরহাদ ডাকসুর নব নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, জিএস হিসেবে আমার বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়। এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের অর্জন নয়।

এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে অর্পিত একটি আমানত। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর বিজয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজ থেকে আমার বিনীত অনুরোধ থাকবে, দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যতদিন আমি ব্যক্তিগতভাবে দায়িত্বে থাকব, ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। যদি আমি আমার পথচলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি, তাহলে আপনারা আমাকে সাথে সাথে ভুল শুধরে দেবেন এবং আমাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবেন।

ডাকসুর জয় মূলত শিক্ষার্থীদের বিজয় উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের আনন্দের পালা নয়। এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের এই আমানত রক্ষা করতে পারব কিনা, সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা, সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন, আমাদের প্রত্যেকের জন্যই একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে, এই দায়বদ্ধতা যতদিন আমরা দায়িত্বে থাকব, ততদিন আমরা পালন করে যাব।

এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।