ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির আন্দোলনে পিছু হটল শিক্ষক-ছাত্রলীগ, হার্ডলাইনে ছাত্রজোট

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
জবির আন্দোলনে পিছু হটল শিক্ষক-ছাত্রলীগ, হার্ডলাইনে ছাত্রজোট

জবি: শিক্ষক লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে  (জবি) শিক্ষক সমিতি আর ছাত্রলীগের দ্বন্দ্বে স্তিমিত হয়ে পড়েছে সংগঠন দুটির ডাকা নতুন হল নির্মাণ ও বেদখল হওয়া হল উদ্ধারের আন্দোলন।

এদিকে একই দাবিতে সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার মাধ্যমে চলমান আন্দোলনে আরো হার্ডলাইনে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।



সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ছাত্রলীগের বেদখল হল উদ্ধার আন্দোলন দায়সারা হলেও শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন থেকে একেবারেই পিছু হটেছেন শিক্ষকরা।

একাধিক সূত্র জানায়, বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণসহ শিক্ষকদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৯, ২৩ ও ২৬ মার্চ কর্মসূচি ঘোষণা কর‍া হয়।
 
কিন্তু ১৮ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয় তাদের চলমান আন্দোলনের পূর্বঘোষিত সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত কর‍া হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামসহ তিন ছাত্রলীগ নেতা রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ সৈয়দ আলমকে পিস্তল ঠেকিয়ে টেন্ডার  ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের শাস্তির দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা ১৬ মার্চের মহাসমাবেশ প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

অবশ্য শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মহাসমাবেশের আগেই জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পররবর্তীতে জড়িতদের সাংগঠনিকভাবে  সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ ।

জড়িতদের এমন শাস্তির প্রদানের পরও কেন আন্দোলনে যাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সরকার আলী আক্কাস বাংলানিউজকে জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত থাকবে।

তবে ১৯, ২৩ ও ২৬ মার্চ ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে তিনি কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।

এদিকে, মহাসমাবেশে ঘোষিত ছাত্র ধর্মঘট ও অনশনের মতে কর্মসূচি প্রত্যাহার করে শুধু বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ রেখেছে ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচি।

পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে আসা প্রসঙ্গে হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জবি ছাত্রলীগের সভাপতি এফ এম. শরিফুল ইসলাম বলেন ,স্থানীয় সাংসদ কাজী ফিরোজ রশিদের আহ্বানে তারা এ কর্মসূচি প্রত্যাহ‍ার করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আশানুরূপ না হলে ছাত্র ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অপরদিকে, শিক্ষক-ছাত্রলীগ দ্বন্দ্বে আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে দাবি করে চলমান আন্দোলনের অংশ হিসেবে উপাচার্য ভবনের সামনে গণঅবস্থানসহ সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট।

আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ছাড়াও থাকছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও সংহতি সমাবেশ।

এ বিষয়ে জবি ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মাসুদ রানা বলেন, যেহেতু এবারের আন্দোলন ছাত্রলীগ শুরু করেছিল এবং সাধারণ শিক্ষার্থীরা তাতে অংশ নিয়েছিল। তাই আন্দোলনকে বিভক্তহীন রাখতে ছাত্রজোট কোনো কর্মসূচি ঘোষণা করেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে সংগ্রাম পরিষদের সদস্য সচিবসহ অন্যান্য নেতারা শিক্ষকদের সঙ্গে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন তাতে আর তাদের ওপর আস্থা রাখা যায় না।

জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজিব  বলেন, হলের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর।

ছাত্র ফেডারেশনের সভাপতি তাহামিদা ইসলাম তানিয়া বলেন, হলের দাবিতে চলমান আন্দোলনের নামে যাতে ক্ষমতাসীনদের কোনো এজেন্ডা বাস্তবায়ন না হয় সে জন্যই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি:

২৪ মার্চ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সমাবেশ।
৩১ মার্চ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও সংহতি সমাবেশ।
২ এপ্রিল প্রশাসনিক ভবনের সামনে গণঅবস্থান।
৩ এপ্রিল সচিবালয় ঘেরাও।
এছাড়াও প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।