খুলনা: প্রফেসর ড. মাহমুদ হোসেনকে সভাপতি ও ড. রুবেল আনছারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষকের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা-গবেষণার মানোন্নয়ন, উদার-অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা এবং দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এ বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্ররূপে গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অপর নেতারা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম ও প্রফেসর ড. সালমা বেগম, যুগ্ম-সম্পাদক শিকদার সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌফিক-ই আহমেদ শুভ, প্রচার সম্পাদক মো. হাসান হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, ক্রীড়া সম্পাদক দেবাশীষ কুমার দাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান জনি, শিক্ষা ও গবেষণা সম্পাদক জগদীশ চন্দ্র জোয়ারদার, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জয়ন্ত বীর, প্রকাশনা সম্পাদক মো. রবিউল আলম।
কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন প্রফেসর ড. আব্দুল মান্নান, মো. রাকিবুল হাসান সিদ্দিক, দেবেশ দাশ, প্রতাপ কুমার ঘোষ, চম্পাবতী দত্ত ও আসমা ইয়াসমীন রুনা।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪