রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জৈব প্রযুক্তি বিষয়ক ‘বায়োটেকনোলজি ফর বেটার টুমরো’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স ও ভারতের মাইক্রোবায়োলজি সোসাইটির যৌথ উদ্যেগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকাল ১০টার দিকে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপিকা তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল, ভারতের মাইক্রোবায়োলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ এম দেশমূখ, পাটের জিনোম সিকুয়েন্স উদ্ভাবনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান, ভারতের ভেনকাটেশ মহাজন কলেজের অধ্যাপক জয়ালীকর, জাতীয় ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির অধ্যাপক শরীফ আখতারুজ্জামান, অধ্যাপক খালেদ হোসেন, এসিআই লিমেটেডের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, আরিফুল হক প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্টির খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নতর জাত উদ্ভাবনের জন্য জিন প্রযুক্তি ভূমিকা পালন করে আসছে। আর এই কাজটি পিছনে রয়েছে বায়োটেকনোলজির (জৈবপ্রযুক্তি) ছোঁয়া।
চিকিৎসাবিদ্যায় ব্যাপক উন্নতি ঘটিয়েছে বায়োটেকনোলজি। রোগের আনবিক পর্যায়ে গবেষণায় গবেষকরা দ্রুত এগিয়ে চলছে। ফলে খুব দ্রুততর সময়ে বিভিন্ন রোগ সনাক্ত করে এর প্রতিরোধে ওষুধ আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিজ্ঞানীরা।
ভারতের মাইক্রোবায়োলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ এম দেশমূখ বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে চলছে। বিজ্ঞানের সব শাখায় এই দেশের গবেষকরা ঈর্ষান্বিত ফলাফল রাখছে। আর বায়োটেকনোলজি বিজ্ঞান গবেষণায় চাবিকাঠি স্বরুপ ব্যবহার হচ্ছে।
অনুষ্ঠানে সারাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধশতাধিক গবেষণা নিবন্ধ প্রদর্শনীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন- প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪