জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ‘চেতনায় ৭১’ শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করেছে।
রোববার সকাল সাড়ে নয়টায় এই দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
তিনি বলেন, ৭১ বাংলাদেশের মানুষের আত্মার সঙ্গে মিশে আছে। ৭১-এর চেতনা আমাদের গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অধিকার প্রতিষ্ঠার প্রেরণা যোগায়।
উপাচার্য বিভাগীয় ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চেতনার প্রশংসা করেন। মোড়ক উন্মোচনের পর উপাচার্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
শিক্ষক-শিক্ষার্থীরা নব প্রতিষ্ঠিত এ বিভাগের নানা সমস্যা
তুলে ধরলে উপাচার্য বলেন, বর্তমান কর্তৃপক্ষ নব প্রতিষ্ঠিত বিভাগগুলোর প্রতি যত্নশীল। এসব বিভাগের সমস্যা সমাধানে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ সময় বিভাগীয় সভাপতি ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বিভাগীয় অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪