দিনাজপুর: ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৫৪৩টি কলেজ থেকে এসব পরীক্ষার্থী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নেবে।
বোর্ড সূত্র জানায়, অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ২৬২ জন, মানবিক বিভাগে ৫৯ হাজার ৫৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া পরীক্ষার্থীদের মধ্যে ৭৭ হাজার ৫৯৭ জন নিয়মিত পরীক্ষার্থী, ২০ হাজার ৮৬ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী, ৪৭৪ জন অনিয়মিত পরীক্ষার্থী এবং ১৩০ জন প্রাইভেট পরীক্ষার্থী। এবার এক বিষয়ে ১০ হাজার ৩৯৩ জন, দুই বিষয়ে ৫ হাজার ৩০৮ জন এবং সব বিষয়ে ৮২ হাজার ৫৮৬ জন পরীক্ষা দেবেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন মিয়া জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪