ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস বর্জন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
কুবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস বর্জন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষকের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার অসদাচরণের জের ধরে মঙ্গলবার থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

তবে এ সময়ের মধ্যে পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।

মঙ্গলবার শিক্ষক সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে, এ ঘটনার তদন্তকালে লাঞ্ছনাকারী কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

এছাড়া আগামী ১৬ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে ১৭ এপ্রিল থেকে আরো কঠোর কর্মসূচির হুমকি দেয় তারা।
কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, অসদাচরণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে অভিযুক্ত কর্মকর্তা সেকশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আমি অসদাচরণ করিনি। ওই শিক্ষকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, তদন্ত চলাকালীন এ আন্দোলন বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি। সংশ্লিষ্ট কর্মকর্তাও ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের পর দুপুরের আহারের সময় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. জাকির হোসেন এক শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। পরদিন শিক্ষকরা উপাচার্যকে বিষিয়টি অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।