বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সাদ হত্যাকারীদের নাম প্রকাশ করে মামলা করা, বিশ্ববিদ্যালয় থেকে অপ্রত্যাহারযোগ্য আজীবন বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সাদ স্মরণে স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করে আন্দোলনকারীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাদ স্মৃতিচারণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় সহস্রাধিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে সাদের বন্ধুদের সঙ্গে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা হচ্ছিল।
মঙ্গলবার রাত ৯টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপাচার্য।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪