ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউব অব ইন্ডিয়া’য় (এফটিআইআই) চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে নিজস্ব অর্থায়নে ভর্তির জন্য বাংলাদেশের যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে ভারত।
বৃহস্পতিবার দেশটির হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের সহযোগিতায় পরিচালিত যেসব কোর্সে ভর্তির জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন সে কোর্সগুলো হলো- চিত্রনাট্য লেখন বিষয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স, টেলিভিশনের বিভিন্ন শাখায় (পরিচালনা, ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি, ভিডিও সম্পাদনা, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং) এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স।
সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়া অন্য যেকোনো কোর্সে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তবে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে হলে আবেদনকারীর একাদশ শ্রেণীতে পদার্থ বিষয় থাকতে হবে।
ভর্তির আবেদনপত্র ও নির্দেশাবলী হাইকমিশনের ওয়েবসাইটে (www.hcidhaka.gov.in) পাওয়া যাবে। ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪