ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: CARRY ON পদ্ধতি পুনর্বহাল দাবিতে ও বৃত্তিমূলক পরীক্ষা জুলাই মাস থেকে মে মাসে এগিয়ে আনার প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।



প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, দেশের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বর্ষ বা সেমিস্টার ক্লাস করার পাশাপাশি অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে পারে। অনুরূপ ব্যবস্থা মেডিকেল শিক্ষার্থীদের থাকলেও অজ্ঞাত কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এই পদ্ধতি বাতিল করা হয়। যা মেডিকেল শিক্ষার্থীদের কাছে খুবই হতাশাজনক।

তাই অবিলম্বে মেডিকেল শিক্ষার্থীদের CARRY ON পদ্ধতি প‍ুনর্বহাল করার জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।