রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে দ্বন্দের জের ধরে মারামারিতে দুই কর্মী আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি বেঁধে যায়।
আহতরা হলেন, সভাপতি গ্রুপের কর্মী ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র কবির হোসেন ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ হোসেন।
ছাত্রলীগ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন ধরে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে বুধবার দুপুরে টুকিটাকি চত্বরে দুই গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরস্পরের ওপর চড়াও হন সভাপতি গ্রুপের কর্মী কবির হোসেন ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী মাসুদ হোসেন।
মাসুদ ও তার সহযোগীরা কবিরকে বেধড়ক মারধর করেন। কিছুক্ষণ পর কবির চাপাতি নিয়ে মাসুদের ওপর চড়াও হন। চাপাতির আঘাতে মাসুদের হাতে জখম হয়।
পরে খবর পেয়ে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশ ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বাংলানিউজকে বলেন, সামান্য সমস্যা হয়েছিল। আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছি।
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, আমি ঢাকায় আছি। বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪